দেশের খবররাজশাহী

শাহজাদপুরে এ্যাড. লাভলুর সুস্থ্যতা কামনায় দোয়া

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের  নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলুর সুস্থ্যতা কামনায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (০৭ ফেব্রুয়ারী) সন্ধায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নব-নির্বাচিত সভাপতি চয়ন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মো: লিয়াকত আলী, রফিকুল ইসলাম বাবলা, মাহির উদ্দিন সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত নেতাকর্মী।

উল্লেখ্য, রোববার (৬ ফেব্রুয়ারি) শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ নারি ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলু অসুস্থ্য হয়ে পরে। পরিবারের সদস্যরা তাকে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button