দেশের খবররাজশাহী

শিক্ষিত চোরের কান্ড! চিরকুট লিখে চুরির মালামাল ফেরত

সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালতে কর্মরত মোঃ আজাদ রহমান নামে এক আইনজীবীর সহকারির মামলা পরিচালনার ডায়েরী ও গুরুত্বপূর্ণ মুল দলিলসহ ব্যাগ চুরি হওয়ার তিন দিন পরে অক্ষত অবস্থায় লাল ব্যাগে প্যাকেট করে চিরকুট লিখে ফেরত দিয়েছে অজ্ঞাত চোর। ব্যাগের উপড় ছোট সাদা কাগজের চিরকুটে মালিকের নাম ও মোবাইল নাম্বার লেখা ছিলো।

অ্যাডভোকেট মোঃ শাহ জালাল মিয়ার সেরেস্তায় কর্মরত ঐ ব্যাগের মালিক আজাদ রহমান জানান যে, গত রোববার (২৭ ফেব্রুয়ারী) সকালে সেরেস্তার টেবিলে একটি ব্যাগে কেস ডায়েরির কিছু মুল দলিল ও অন্যান্য মুল্যবান মালামাল রেখে আদালতের এজলাসে যাওয়ায় পরে ফিরে এসে দেখি আমার ব্যাগটি টেবিলে নাই। এদিকে ব্যাগসহ ডায়েরী দলিল ও মালামাল হারানোর পরে বহু খোজাখুজি করে সন্ধান না পেয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই। তিনি আরো বলেন, হঠাৎ বুধবার সকালে আইনজীবী সমিতির সভাপতি শেখ মহিউদ্দিন মনি মুঠোফোনে ব্যাগ পাওয়ার বিষয়ে জানালে স্বস্তি ফিরে পাই। ফেরত না পেলে সাধারন মানুষের অপূরনীয় ক্ষতির কারন হতো। এ ঘটনায় কাউকে সন্দেহ না করলেও রসিকতার ছলে ঘটনায় জড়িতকে শিক্ষিত চোর সম্মোধন করে ধন্যবাদ জানিয়েছেন আজাদ রহমান।

কিন্তু প্রশ্ন হচ্ছে, চোর ব্যগটা কেনইবা চুরি করল? চুরিই যদি করার ছিল, তাহলে তিনদিনের মাথায় ফিরিয়েই দিলো কেন? যাই হোক, আজাদ রহমান ভাগ্য ভালো, যে এই চোরের পাল্লায় পড়েছিলেন, তা না হলে তো, চুরি যাওয়া জিনিস এই ভাবে ফেরত পাওয়ার সৌভাগ্য তো সবার হয় না! অপরদিকে এ ঘটনাকে উদ্বোগ প্রকাশ করে আদালত চত্বরে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button