দেশের খবররাজশাহী

শাহজাদপুরে দেড় কেজি গাঁজা ও বিপুল পরিমাণ টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে দেড় কেজি ওজনের গাঁজা সহ নবীন শেখ (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় গ্রেফতারকৃত নবীন শেখের কাছ থেকে গাঁজা বিক্রির ৯১ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নবীন শেখ শাহজাদপুর পৌর শহরের আইগবাড়ি পাড়কোলা গ্রামের মৃত এবাদ শেখ এর ছেল ও বিসিক বাসস্ট্যান্ডে টং দোকানদার।

জানা যায়, (২০ এপ্রিল) বুধবার দিবাগত রাত ১টায় গাঁজা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের নির্দেশনায় উপ-পরিদর্শক কাঞ্চন কুমারের নেতৃত্বে এএসআই সুমন চন্দ্র মন্ডল ও এএসআই ওবায়দুর রহমানের সমন্বয়ে পুলিশের একটি দল পৌর শহরের আইগবাড়ি পাড়কোলা গ্রামে নবীন শেখ এর বাড়িতে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এসময় বাড়ির মালিক ও মাদক ব্যবসায়ী নবীন শেখ কে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয় পুলিশ। নবীন শেখ এর কাছ থেকে দেড় কেজি ওজনের এক পুটলা গাঁজা সহ গাঁজা বিক্রির ৯১ হাজার টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসকল তথ্য জানায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান।
ওসি শাহিদ মাহমুদ খান বলেন, নবীন শেখ ধূর্ত প্রকৃতির একজন মাদক ব্যবসায়ী। বিসিক বাসস্ট্যান্ডে অবস্থিত তার টং দোকানেই সে দীর্ঘদিন যাবৎ গাঁজা বিক্রি করে চলেছে। ইতিপূর্বেও তাকে আটক করার চেষ্টা করা হলেও সে বিভিন্ন কৌশলে ধরাছোয়ার বাইরে থেকে যায়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ী নবীন শেখ এর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দেওয়া হয়েছে। আজই তাকে শাহজাদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button