Uncategorized

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর গাজিপুর জেলা টিম গঠিত

নিউজ ডেস্ক: “জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র, বিশ্বমঞ্চে বাংলাদেশ পাক নতুন মাত্রা; সফল হোক আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর যাত্রা”- এই উদ্দেশ্যকে বুকে ধারণ করে “আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” এর গাজীপুর জেলা টিম গঠিত হয়েছে।

বর্তমান যুগ হলো চতুর্থ শিল্প বিপ্লবের যুগ; যার প্রধান হাতিয়ার হচ্ছে আইসিটি। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে আইসিটি এর অন্য আর কোনও বিকল্প নেই। তাই বাংলাদেশকে এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মাথা উঁচু করে রাখতে এবং পরবর্তী শিল্প বিপ্লবে অন্যান্য সকল দেশের তুলনায় সম্মুখে এগিয়ে রাখার জন্য “আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” অবিরাম কাজ করে চলেছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষ ও নিরাপদ ব্যবহারকে নিশ্চিত করতে ২০২২ সালে যাত্রা শুরু করে “আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ”, যার প্রধান লক্ষ্য হলো তথ্য ও প্রযুক্তিতে দেশের মানুষকে দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তোলা। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর গাজীপুর জেলা টিমের সদস্যরা হলেন- (ফাতেমা হুদা কলি; লিডার), (মাজেদুর রহমান; কো-লিডার), (আবু তালেব; অ্যাডমিন ম্যানেজার),(তাবাসসুম ইসলাম; কমিউনিকেশন ম্যানেজার), (মোঃ তাহ্‌মিদ; পি. আর ম্যানেজার), (মোঃ আব্দুল্লাহ হিল কাফী আহমেদ; লজিস্টিক ম্যানেজার), (সাকিব হোসাইন; প্রমোশনাল ম্যানেজার), (মোঃ রাহেন মিয়া; ইভেন্ট প্ল্যানার), (জালাল উদ্দিন; ইউনিভার্সিটি টিম ম্যানেজার), (মোঃ সোহানুর রহমান অনিক; পলিটেকনিক টিম ম্যানেজার), (আঁখি আক্তার জবা; কলেজ টিম ম্যানেজার) এবং (ইসরাত জাহান মুক্তা; স্কুল টিম ম্যানেজার)।

গাজীপুর জেলাকে বাংলাদেশের অন্যান্য সকল জেলার সাথে আইসিটি সমৃদ্ধ করে গড়ে তোলার প্রচেষ্টায় এবং এর বিস্তর ঘটানোর প্রেক্ষিতে ইতিমধ্যে গাজীপুর জেলা টিমের লিডার এবং অন্যান্য সকল সদস্যদের মাঝে বেশ কয়েকবার মিটিং সম্পন্ন হয়েছে; যার মূলমন্ত্র ছিল “আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” এর মাধ্যমে কিভাবে গাজীপুর জেলার অভ্যন্তরীণ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতন ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা যায়।

এই বিষয়ে গাজীপুর জেলা টিম পি.আর ম্যানেজার মো. তাহমিদ বলেন, আশা করছি আমাদের দেশে আইসিটি এর সর্বাধিক ব্যবহার এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের এই চলমান ধারা বজায় রাখলে ইনশাআল্লাহ্‌ খুব শীঘ্রই আমাদের দেশ উন্নত বিশ্বের দেশগুলোর কাতারে পৌঁছে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button