
স্বপ্ন আকাশ ছোঁয়ার। সিঁড়ি কণ্টকাকীর্ণ। তবু থামেনি স্বপ্নযাত্রা। এক পা করে উঠতে উঠতে অবশেষে আকাশ ছুঁলো হাতটা। পদ্মার বুকে রচিত হলো ইতিহাস। প্রতীক্ষার পালা শেষে শুরু হলো স্বপ্নযাত্রার নতুন অধ্যায়।
আজ শনিবার দুপুর ১২টার একটু আগে দেশের ইতিহাসের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেন্ট লুসিয়ায় থেকেই উৎসবে শামিল হয়েছে টাইগাররা। কেক কেটে উদযাপন করেছে পদ্মা সেতুর উদ্বোধন।
অধিনায়ক সাকিবের নেতৃত্বে বিশাল এক কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সদস্যসহ কোচিং স্টাফরাও। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে সে অনুষ্ঠানের কয়েকটি ছবি আপলোড করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার চলতি টেস্ট সিরিজের নামকরণও করা হয়েছে পদ্মা সেতুর নামে। টেস্ট সিরিজের প্রেজেন্টেড স্পন্সর বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’