
রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সম্প্রতি টার্মিনাল ছাড়া কোন সড়ক বা মহাসড়কে টোল আদায় না করতে নির্দেশনা দেয় মাননীয় হাইকোর্ট, সেই নির্দেশনার আলোকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র সহ মহাসড়ক সংশ্লিষ্ট সকল প্রশাসনকে চিঠি প্রদান করে।
এই নির্দেশনার পর থেকে মহসড়কের বেশিরভাগ স্থানে চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, তবে বন্ধ হয়নি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের আব্দুল হামিদ সিএনজি পাম্পের দক্ষিণে চাঁদা আদায়।
হাইকোর্টের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একটি চক্র প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কে চলাচলকারী নসিমন, করিমন, অটোরিক্সা থেকে নিয়মিত চাঁদা আদায় করছে। চালকরা চাঁদা দিতে অস্বীকার করলে তাদের ভয়ভীতি প্রদর্শন ও অসৌজন্যমূলক আচরণ করে চাঁদা আদায় করা হয়।

এই অনৈতিক চাঁদা আদায়ের হার যথাক্রমে– নসিমন থেকে ৬০ টাকা, করিমন থেকে ৫০ টাকা এবং অটোরিক্সা থেকে ১০ টাকা চাঁদা আদায় করা হয়।
এই কাজে পৌর শহরের দ্বারিয়াপুর মন্ডল পাড়ার মালেক মন্ডল, হৃদয় মন্ডল ও সম্রাট মন্ডল শাহজাদপুর পৌর সভা ও সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নামে এই চাঁদা উত্তোলন করে থাকেন।
এই বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যাবস্থা গ্রহন করা হবে।