এইচ টি ইমামের চেয়ারে কবির বিন আনোয়ার

অবসরের রেশ কাটতে না কাটতেই নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন সদ্য সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গেলে তাকে বরণ করে নেন আওয়ামী লীগ নেতারা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের কক্ষে তাকে বসানো হয়।
আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানা যায়, কবির বিন আনোয়ার সেখানে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে ক্ষমতাসীন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তাকে পার্শ্ববর্তী ভবনে অবস্থিত রাজনৈতিক উপদেষ্টার কক্ষে নিয়ে যান। সেখানে তাকে বরণ করে নেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
মন্ত্রিপরিষদ সচিব হিসেবে মাত্র ১৯ দিন দায়িত্ব পালন শেষে অবসরে যান কবির বিন আনোয়ার। সরকারের ঘনিষ্ঠ হিসেবে ধারণা করা হচ্ছিল যে তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন। কিন্তু তা হয়নি। বরং অবসরের পরপরই তাকে শাসক দলের কার্যালয়ে দেখা গেল।
আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, কবির বিন আনোয়ারকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অথবা দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য বানিয়ে আগামী জাতীয় নির্বাচন সমন্বয়ের দায়িত্ব দেয়া হতে পারে।
উল্লেখ্য, শিক্ষা জীবনে কবির বিন আনোয়ার ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ৩ জানুয়ারি সরকারি চাকরির মেয়াদ শেষ হলে তিনি মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে অবসরে যান।