
ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে জানাজায় অংশ নিতে এসে মৃত ভাইয়ের নিথর দেহ দেখে বড় ভাইও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
ব্যতিক্রম এ ঘটনাটি বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা এলাকায় ঘটে।
ছোট ভাই জালাল উদ্দিন (৬৫) মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার কলমা গ্রামের মৃত সুলতান শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ইলেকট্রনিক্সের কারবার করতেন। ছোট ভাইকে দেখতে এসে মৃত্যুবরণ করা জামাল শেখ (৭০) দীর্ঘদিন ধরে পুরান ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন।
নিহতদের স্বজন শওকত আলীর ভাষ্যমতে, জালাল উদ্দিন বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাওনা চৌরাস্তায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে রাতেই মুন্সীগঞ্জের লৌহজং থেকে রওনা হন বড় ভাই জামাল শেখ। রাতে তিনি ঢাকায় অবস্থান করে সকাল সাড়ে ১০টার দিকে ভাইকে শেষ দেখা দেখতে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ছোট ভাইয়ের বাড়িতে যান। ছোট ভাইয়ের মৃত মুখ দেখা মাত্রই তিনি ঢলে মাটিতে পড়ে যেতে থাকেন।
তাৎক্ষণিক জামাল শেখকে স্থানীয় আল হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনি বেঁচে নেই বলে জানায়।
শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আজগর জানিয়েছেন, ছোট ভাইয়ের জানাজায় অংশ নিতে এসে বড় ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।