খেলাধুলা

শাহজাদপুর প্রিমিয়ার লীগের খেলোয়ার নিলাম অনুষ্ঠিত

রাজিব আহমেদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট: শাহজাদপুর প্রিমিয়ার লীগ সিজন-৩ এর প্লেয়ার নিলাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৩টায় স্থানীয় সপ্তবর্ণ মডেল স্কুল ক্যাম্পাসে শাহজাদপুর উপজেলা ক্রিকেটার্স এসোসিয়েশান কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্লেয়ার নিলাম অনুষ্ঠিত হয়।

শাহজাদপুর উপজেলা ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি মারুফ হোসেন সুনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় প্লেয়ার নিলাম অনুষ্ঠানে মোট আটটি দল অংশগ্রহন করেন।

৮টি দল নিয়ে আগামী ২ ফেব্রুয়ারি থেকে শাহজাদপুর প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলা শুরু হবে। দলগুলো হলো যথাক্রমে- শাহজাদপুর রয়্যালস, শাহ মখদুম শাহজাদপুর, শাহজাদপুর নাইট রাইডার্স, সান রাইজ শাহজাদপুর, শাহজাদপুর ক্লাব, শাহজাদপুর কিংস, শাহজাদপুর ফ্যালকন্স ও দুরবার শাহজাদপুর।

নিলামে মোট ২১৫ জন খেলোয়ার অংশ নেয় এর মধ্যে ১৩৬ জন খেলোয়ারকে নিলামের মাধ্যমে কিনে নেয় দলগুলো। সর্বোচ্চ ৭ হাজার ৯০০ টাকায় সজীবকে ক্রয় করে শাহজাদপুর নাইট রাইডার্স।

নিলাম অনুষ্ঠান বিকাল ৩টা থেকে শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button