শিক্ষাঙ্গণ

শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

রাজিব আহমেদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট: আড়ম্বরপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে ১৪০ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক শামীমা নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন, সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাহাদত হোসেন ও শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গণি চৌধুরী শুভ্র, শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক আসমত রানা।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক শিক্ষক আনোয়ার হোসেন, আবু তাহের, শ্রী দীপক কুমার বিশ্বাস ও আলতাফ হোসেন সহ অন্যান্য শিক্ষক মন্ডলী, বিপুল সংখ্যাক ছাত্র-ছাত্রী, অভিভাবক মন্ডলী।

ক্রীড়া প্রতিযোগিতার শুরুতেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে সমাবেশ, মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন, মশাল দৌড় ও বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে কিছু ইভেন্টের পুরস্কার বিতরণ করেন প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি।

এসময় ছাত্র-ছাত্রীদের ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, দীর্ঘ লম্ফ, মোরগ যুদ্ধ, দড়ি ঘোড়ানো, উচ্চ লম্ফ, অংক দৌড়, বালিশ ছোড়া, সুই সুতা দৌড়, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ভারসাম্য দৌড় প্রভৃতি খেলা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী এই শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ১৮৮২ সালে প্রতিষ্ঠিত হয়ে তার ঐতিহ্যগত ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে আলোকিত মানুষ তৈরিতে অবদান রেখে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button