
সিরাজগঞ্জের শাহজাদপুরের মনিরামপুর বাজারে আল-শাফি হজ্জ্ব কাফেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ মার্চ) সন্ধ্যায় শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর বাজারের নুর সুপার মার্কেটের ২য় তলায় আল-শাফি হজ্জ্ব কাফেলার শাখার উদ্বোধন করা হয়।
আল-শাফি হজ্জ্ব কাফেলার পরিচালক হাজী আব্দুল্লাহিল শাফি’র সভাপতিত্বে ও মুফতি হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সিরাজুল ইসলাম।
এসময় আল-শাফি হজ্জ্ব কাফেলার ব্যাবস্থাপনা পরিচালক মো. মারুফ হাসান শাকিলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একতা এন্টারপ্রাইজের কর্নধার মো. রকিবুল হাসান হবিবুল, শায়খুল হাদিস মুফতি নাছির উদ্দিন সহ ব্যাবসায়ী নেতৃবৃন্দ ও প্রায় ৪ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিদের বক্তব্যে তারা বলেন, আল-শাফি হজ্জ্ব কাফেলা দীর্ঘদিন সুনাম ও বিশ্বস্ততার সাথে হজ্জ্ব ও ওমরা পালনে সেবা প্রদান করে আসছে। তারা আল-শাফি হজ্জ্ব কাফেলার এই মহতী কাজে উপস্থিত সবাইকে সহযোগীতা করার আহবান জানান।
এসময় আল-শাফি হজ্জ্ব কাফেলার সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন হাফেজ মাওলানা মো. সাইদুল ইসলাম।
উল্লেখ্য, আল-শাফি হজ্জ্ব কাফেলা পবিত্র ম্ক্কা আল হারাম ও মদিনা আল মনওয়ারার সন্নিকটে উন্নতমানের তিন তারকা ও পাচ তারকা হোটেলে থাকার ব্যাবস্থা করে থাকে। নিজস্ব বাঙ্গালি বাবুর্চি দ্বারা খাবার সরবরাহ করে থাকে, সার্বক্ষণিক গাইড হিসেবে অফিজ্ঞ ও দায়িত্ববান মোয়াল্লেম দ্বারা পরিচালিত করে থাকে।
স্বল্প মূল্যে হজ্জ্ব ও ওমরার প্যাকেজ দিয়ে থাকে। ওমরা হজ্জ্বের প্যাকেজ যাথাক্রমে ১৫দিন ২৪ দিন ও ৯০ দিন পর্যন্ত দিয়ে থাকে।
মক্কা ও মদিনায় সকল দর্শনীয় স্থান পরিদর্শনের সু-ব্যাবস্থা করে থাকে। এছাড়াও ইউরোপ সহ প্রায় ৩০টিরও অধিক দেশে ভিসা প্রসেসিং করে থাকে।