দেশের খবররাজশাহী

শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে সক্ষম করে গড়ে তুলতে চাই: রবি উপাচার্য

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: শাহজাদপুর পৌর সদরে সীমান্ত পার্টি সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

শাহজাদপুর পৌরসভার মেয়র জনাব মনির আক্তার খান তরু লোদীর আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এমপি।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করে শাহজাদপুরকে একটি জেলার সমান মর্যাদা দিয়েছেন। উপাচার্য শাহজাদপুরবাসীকে আনন্দ বার্তা দিয়ে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের তিনটি ব্যাচের শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি লাভ করেছে এবং শিক্ষার্থীরা শিক্ষক তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহণ করে অনেকেই উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নামটি বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের তালিকায় যুক্ত হয়েছে।

তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশের বিভিন্ন স্থানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে চাই এবং তাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবার জন্য সক্ষম করে গড়ে তুলতে চাই। রবি উপাচার্য উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ওয়েব ম্যাট্রিক্সের র‍্যাংকিং-এ নবীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছে, এই গৌরবের অংশীদার শাহজাদপুরবাসীগণ।

উপাচার্য মহোদয় আরো বলেন, সীমান্ত পার্টি সেন্টারের উদ্বোধনের মাধ্যমে শাহজাদপুরের একটি সংকট কেটে গেল এবং শাহজাদপুরের উন্নয়নে একটি নতুন মাত্রা যুক্ত হলো। এই প্রতিষ্ঠানটি একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে শাহজাদপুরের মেয়র রূপদান করবেন বলে তিনি উল্লেখ করেন।

এ-সময় শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, বঙ্গবন্ধু পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধাগণ,ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন পেশাজীবী সংঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button