দেশের খবররাজশাহী

শাহজাদপুরে অভিযান চালিয়ে জুয়ার ফর পুড়িয়ে দিল পুলিশ

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের জুয়া বিরোধী অভিযানে পৌর শহরের বাড়াবিল কুয়ার চরা নামক স্থানে জুয়ার ফর পুড়িয়ে দেয়া হয়েছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে শাহজাদপুর পৌর শহরের কামরুদ্দীর এহিয়া ডিগ্রী কেলেজের পেছনে বাড়াবিল কুয়ারচরা নামক স্থানে থানার এসআই আব্দুল আহাদ, এসআই শারফুল ও এএসআই ওবায়দুলের নেতত্বে থানা পুলিশের একটি দল জুয়া বিরোধী এই অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে জুয়াড়িরা পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা জুয়ায় খেলায় ব্যাবহৃত বিভিন্ন সরঞ্জাম পুড়িয়ে দেয়।

এই ঘটনায় এলাকাবাসী জানায়, পুলিশের জুয়া বিরোধী এই অভিযান নিয়মিত হলে জুয়া খেলা বন্ধ করা সম্ভব হবে। গত ৩ মাস পূর্বেও এধরণের একটি অভিযান এখানে হয়। তারপরের দিন থেকেই আবারও জুয়া খেলা শুরু হয়।

এই বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে পৌর শহরের বাড়াবিলের কুয়ারচরায় জুয়া খেলা হচ্ছে।

পরবর্তীতে সেখানে থানা পুলিশের একটি দল সেখানে জুয়া বিরোধী অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়েই জুয়াড়িরা পালিয়ে যায়, তবে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জুয়া বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button