
রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন। এই কথাটিকে সত্য প্রমাণিত করে যিনি শাহজাদপুরের দ্ব্যার্তহীনভাবে মানুষের চিকিৎসা সেবা করে স্মৃতিতে অম্লান হয়ে রয়েছেন। সেই গরিবের ডাক্তার খ্যাত প্রয়াত ডা. ইউনুস আলী খানের ৮১ তম জন্মবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ৩০ মার্চ সকাল ১১ টায় ডাঃ ইউনুস আলী খান ফাউন্ডেশনের আয়োজনে শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ শামসুদ্দিন স্মৃতি হল রুমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, এডিশনাল ডি আইজি, ঢাকা মোঃ ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, পাবনার চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক খান প্রমূখ।
রফিকুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বাবার স্মৃতিচারণ করেণ ডাঃ ইউনুস আলী খান ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এবং তার কনিষ্ঠ কন্যা ডা. প্রিসিলা খান মলি, এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ডাঃ ইউনুস আলী খানের সহধ্বর্মিনী হাসনা হেনা। বঙ্গবন্ধু পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল হাই।
আমেরিকা থেকে অনলাইনে যুক্ত ছিলেন ডাঃ ইউনুস আলী খানের বড় মেয়ে ডাঃ ইসমত আরা পারভীন এবং মেজ মেয়ে কানিজ ফাতেমা।
অনুষ্ঠানের শেষ অংশে রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং ডাঃ ইউনুস আলী খান ফাউন্ডেশনের পক্ষ থেকে ২জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।
উল্লেখ্য, শাহজাদপুরের বিশিষ্ট চক্ষু চিকিৎসক গরিবের ডাক্তার হিসেবে খ্যাত ডা. ইউনুস আলি খান করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৪ জুন ঢাকা ইমপালস্ হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন ষ্ট্রোকে আক্রান্ত হন। একই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।