
সিরাজগঞ্জ প্রতিনি: সিরাজগঞ্জের তাড়াশে জমিদার আমলের পুরাতন পুকুর সংস্কারের সময় প্রাচীন একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার (৩১মার্চ) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের আব্দুল কাদেরের পুরাতন পুকুর সংস্কার করার সময় মূর্তিটি উদ্ধার হয়।
স্থানীয় পল্লী চিকিৎসক গোপাল চন্দ্র ঘোষ বলেন, পুকুরটি অতীতে জমিদারদের ছিল। পরবর্তীতে আব্দুল কাদের পুকুরটি কিনে নেন। দীঘদিন পর পুকুরটি সংস্কার করছিলেন তারা। এ সময় বিষ্ণু মূর্তিটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে এটি কষ্টিপাথরের প্রাচীন মূর্তি।
তাড়াশ থানার ওসি শহীদুল ইসলাম জানান, বিষ্ণু মূর্তিটি উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ করা হচ্ছে। তারা আসার পর এ বিষয়ে পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে।