দেশের খবররাজশাহী

শাহজাদপুরে মখদুমিয়া জামে মসজিদের দান বাক্সে আগুন ! নিরাপত্তা নিয়ে শঙ্কা

রাজিব আহমেদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট: সিরাজগঞ্জের শাহজাদপুরের মুঘল আমলে নির্মিত ঐতিহ্যবাহী মখদুমিয়া জামে মসজিদের দান বাক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিষয়টি টের পেয়ে মসজিদের দায়ত্বিরত কর্মীদের তৎপরতায় তৎক্ষনাত আগুন নেভানো হয়।

পরে খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায, শুক্রবার রাত আনুমানিক ৮টায় মসজিদের পাশে অবস্থিত হযরত মখদুম শাহ দৌলার সমাধীর পাশে রক্ষিত দান বাক্স থেকে ধোয়া বের হতে দেখেন স্থানীয়রা। পরে মসজিদের কর্মীদের তৎপরতায় বাক্সের ভেতরের ধোয়ার উৎস পানি দিয়ে নেভানো হয়।

এই বিষয়ে মসজিদের ঝাড়ুদার জনি জানায়, আমরা যখন জানতে পারি যে দান বাক্স থেকে ধোয়া বের হচ্ছে তখনই পাইপের সাহায্যে বাক্সের ভেতরে পানি দেয়ার প্রক্রিয়া শুরু করি। কিছুক্ষণ পরে বাক্স থেকে ধোয়া বের হওয়া বন্ধ হয়।

এই বিষয়ে মখদুমিয়া জামে মসজিদের মোয়াজ্জিন আবুল কালাম আজাদ (আলহাজ্ব) জানান, আজ শুক্রবার বিকালে স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা মসজিদ পরিদর্শন করে উন্নয়নের লক্ষ্যে ১লাখ টাকা অনুদান প্রদান করেন।

হতে পারে দুস্কৃতিকারীরা মনে করেছিল যে সেই অনুদানের টাকা দানবাক্সে রাখা হয়েছে। তাই হিংসার বসবর্তী হয়ে তারা উক্ত দান বাক্সে আগুন লাগানোর ঘটনা ঘটায়।

এলাকাবাসী ও সংশ্লিষ্টদের সাথে হলে তারা নাম না প্রকাশ করে বলেন, স্থানীয় এক বখাটে দান বাক্সে আগুন দিয়েছে। তদন্ত করলে তার পরিচয় ও উদ্দেশ্য বেরিয়ে আসবে।

তারা আরও বলেন, ধর্মীয় গুরুত্বপূর্ণ এই মসজিদে মাঝে মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকলেও ক্লোস সার্কিট ক্যামেরা গুলো দীর্ঘদিন যাবৎ অকেজো হয়ে পরে রয়েছে। এই ঘটনায় তারা মাজার ও মসজিদ কমিটির অবহেলাকেই দায়ী করেন।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা বলেন, সৌভাগ্য বসত বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি। বাক্স খোলা হলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button