
রাজিব আহমেদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট: শাহজাদপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে পবিত্র রমজানে ভ্রাম্যমাণ দুই শতাধিক রোজাদারের মাঝে নিজস্ব অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২৯ রমজান বিকাল ৫টায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর বাজারে বটেশ্বর ভবনের সামনে সাংবাদিক রাজিব আহমেদ রাসেল এর পরিচালনায় ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, দেশ বরেন্য ইসলামী বক্তা ও টিভি ব্যাক্তিত্ব মাওলানা রাশেদুল হাসান রাসেদ সিদ্দিকী, স্বেচ্ছা সেবক আব্দুল্লাহ মাহমুদ, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহসিন নূরী খোকন, সেলিম তালুকদার, আমিনুল ইসলাম বাবু, জাহিদ হাসান, বাবুল হোসেন, রাশিদুল ইসলাম, হিরু খন্দকার, সাহেব আলী প্রমূখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, শাহজাদপু্র সাংবাদিক ফোরামের নিজস্ব অর্থায়নে পথচারী রোজাদারদের মাঝে এই ইফতার বিতরণ প্রসংশার দাবি রাখে। তাদের উদ্যোগের ফলে পথচারী রোজাদাররা অনেক উপকৃত হবেন এবং সাংবাদিকতায় একটি নতুন মাত্রা যোগ করবে। এভাবেই তিনি অসহায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার জন্য শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যদের প্রতি আহবান জানান।
পরে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যরা তাদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ ও জনবান্ধব সংবাদ পরিবেশনের শপথ নিয়ে শাহজাদপুর সাংবাদিক ফোরামের যাত্রা শুরু হয়েছে।
এর পাশাপাশি শাহজাদপুর সাংবাদিক ফোরাম সামাজিক ও মানবিক যোকোন কাজে জাতীয় স্বার্থে সাধ্যমত অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে ফোরামের পক্ষ থেকে শাহজাদপুরবাসীর নিকট দোয়া কামনা করা হয়।