এসএসসি’তে প্রথম বছরেই ইউনিক মডেল স্কুলের বাজিমাত

রাজিব আহমেদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট: আধুনিক ও মানসম্মত শিক্ষার ব্রত নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরে চালু হওয়া ইউনিক মডেল স্কুল প্রথম বছরেই এসএসসি পরীক্ষার ফলাফলে ৯৮.১১ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে।
শুক্রবার দেশব্যাপী প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ইউনিক মডেল স্কুলের এই সাফল্য দেখা যায়।
জানা যায়, এ বছর ইউনিক মডেল স্কুল থেকে মোট ৫৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয় এবং এদের মধ্যে ৫২ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে। প্রথম বছরেই শিক্ষা প্রতিষ্ঠানের এরকম সাফল্যে উচ্ছসিত শিক্ষার্থী, অভিভাবক, ইউনিক মডেল স্কুলের পরিচালক মন্ডলী এবং শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
ইউনিক মডেল স্কুলের পরিচালক মন্ডলীর সদস্যদের সাথে যোগাযোগ করে জানা যায়, শতভাগ এ প্লাস অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মাঠে নামে ইউনিক মডেল স্কুল। এই লক্ষ্য অর্জনের জন্য পরীক্ষার আগের ৬ মাস শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধানে রেখে পাঠদান করিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, যার মধ্য দিয়েই এই অসম্ভবকে সম্ভব করতে সক্ষম হয় ইউনিক মডেল স্কুল।
এছাড়াও বিষয়ভিত্তিক দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠ দানের মাধ্যমেই এ ফলাফল অর্জিত হয়। ইউনিক মডেল স্কুলের পরিচালনা পর্ষদের দাবি, তাদের মত এমন সুদক্ষ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী শাহজাদপুর তথা সমগ্র সিরাজগঞ্জের অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে নেই।
এর কারণ হিসেবে তারা বলেন, শিক্ষক-শিক্ষিকা মন্ডলীর বড় একটা অংশ যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের স্বনামধন্য অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী। ভালো ফলাফল নিশ্চিতকরণের পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছে ইউনিক মডেল স্কুল।
ইউনিক মডেল স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ আল আমিন বলেন, “ইউনিক মডেল স্কুলের ফলাফল শাহজাদপুরের শীর্ষে কারণ অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় আমাদের শিক্ষার্থীদের জিপিএ-৫ অর্জনের হার সবচেয়ে বেশি। জিপিএ-৫ অর্জনের এতবড় রেকর্ড এখনও পর্যন্ত শাহজাদপুরে অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান অর্জন করতে পারেনি।”